পৌরসভার নাম ঃ বড়াইগ্রাম পৌরসভা,
প্রতিষ্ঠাকাল ঃ ২৮ /০৯/ ২০০৪খ্রিঃ,
শ্রেণী ঃ ‘খ’ শ্রেণী, কোড নং-৩১।
পোস্টাল ঠিকানা ঃ বড়াইগ্রাম পৌরসভা, ডাকঘর-লক্ষ্মীকোল-৬৪৩০, থানা-বড়াইগ্রাম, উপজেলা-বড়াইগ্রাম, জেলা-নাটোর।
আয়তন ঃ ১১.৮৪ বর্গ কিঃমিঃ,
ওয়ার্ড সংখ্যা ঃ সাধারণ আসন ০৯ টি ও সংরক্ষিত আসন ০৩ টি
মোট হোল্ডিং সংখ্যা ঃ ৪,৪৬০ টি (ব্যক্তি মালিকানা বাড়ী-৩৯৪১টি, বেসরকারী-২১ টি, সরকারী-১২টি)।
মোট জনসংখ্যা ঃ মোট-১৮,৮১৫ জন (পুরুষ-৯৫৮৪ ও মহিলা-৯২৩১)।
অনুপাত হার-৫০.৯৪:৪৯.০৬ ঘনত্ব প্রতি বর্গ কিঃ মিঃ ১৫৮৯.১০ জন।
ভোটার সংখ্যা ঃ ১১,১২৫ জন (পুরুষ ৫,৪৯৪ ও মহিলা-৫৭২১ জন)।
অনুপাত হার ৪৯:৫১।
কর্মকর্তা/কর্মচারী সংখ্যা ঃ নিয়মিত-২৩ (২+২১) জন, অনিয়মিত-১৪ জন।
খ) শিক্ষা সংক্রান্ত তথ্যাবলী ঃ কলেজ ০৪ টি, উচ্চ ম্যাধমিক বিদ্যালয়-০৪ টি, সরকারী প্রাথমিক বিদ্যালয়-০৪ টি, মাদ্রাসা-০৪ টি, কিন্ডার গার্টেন (কেজি স্কুল)-০৩ টি, কমিউনিটি বিদ্যালয়-০১ টি।
শিক্ষার হার ঃ ৭০% প্রায় (পুরুষ ও নারী শিক্ষারঅনুপটাত হার ৬৪.২৯:৩৫.৭১) এবং সাক্ষরতার হার ৯৬% প্রায়।
গ) ধর্মীয় সংক্রান্ত তথ্যাবলী ঃ মসজিদ-৪০টি, মন্দির-০৩ টি, কওমী মাদ্রাসা/এতিমখানা-০৩টি, ঈদগাহ্-০৬টি, কবরস্থান ১১টি, শ্মশ্বান০২ টি। ইসলাম ধর্মালম্বী ঃ ৯৪ % ভাগ প্রায় এবং হিন্দু ও অন্যান্য ধর্মালম্বী ঃ ০৬ % ভাগ প্রায়।
ঘ) রাস্তা,ড্রেন, ব্রীজ, কালভার্ট ও সড়ক বাতি সংক্রান্ত্র তথ্যাবলী ঃ পাঁকা রাস্তা- ২২.৮০ কিঃ মিঃ প্রায়, সংখ্যা-১১, এইচ.বি.বি রাস্তা- ৮.৪৪ কিঃ মিঃ প্রায় ও ডাব্লুবিএম রাস্তা- ১.৫ কিঃ মিঃ প্রায়,সংখ্যা-২৫, কাঁচা রাস্তা- ২১.২৮ কিঃ মিঃ প্রায়,সংখ্যা-১৮,পাঁকা ড্রেন- ০২ কিঃ মিঃ প্রায়, কাঁচা ড্রেন-২.৫ কিঃ মিঃ প্রায়, ব্রীজ-০৭ টি, কালভার্ট-১০ টি,সড়ক বাতির এলাকার পরিমান- ১০ কিঃ মিঃ প্রায় ।
ঙ) পানীয় জল সংক্রান্ত তথ্যাবলী ঃ হস্তচালিত নলকূপ- ২,৬৫৫ টি, এবং পাইপ লাইনে পানি সরবরাহ প্রক্রিয়াধীন।
চ) ব্যবসা প্রতিষ্ঠান/দোকান-পাট/মিল কারখানার সংখ্যা ঃ স্থায়ী দোকানপাট-৭২৪ টি, অস্থায়ী দোকান পাট-১০০ টি, ঠিকাদারী প্রতিষ্ঠান-৩৯টি, ‘স’ মিল-১০টি, রাইস মিল-১৮ টি, তেলের মিল-০৩টি, চিড়ার মিল-০২ টি, ওয়ার্কসপ-১৬ টি, খুটি ও রিং স্লাব কারখানা-১৩টি, ব্রেড/বিস্কুট কারখানা-০২টি। মোট ৯১৩টি।
ছ) স্যানিটেশন অবস্থা: ১০০% (একশত) ভাগ,তবে পূন:স্থাপন প্রয়োজন হচ্ছে।
জ) চিত্ত্ব বিনোদন ব্যবস্থা ঃ সিনেমা হল- ০১ টি, স্যাটেলাইট ক্যাবল প্রতিষ্ঠান-০৪টি, খেলাধুলার মাঠ-০৫টি।
ঝ) স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০১ টি ও ব্যক্তি মালিকানা ক্লিনিক-০২ টি ,এনজিও ক্লিনিক-০১টি কমিউনিটি ক্লিনিক-০১ টি।
ঞ) বে-সরকারী সেবা সংস্থা (এনজিও)ঃ ১২ টি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS