Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মারীয়াবাদ ধর্মপল্লী
Location
জোনাইল,বড়াইগ্রাম,নাটোর।
Transportation
জোনাইল,বড়াইগ্রাম,নাটোর।
Details

বোর্ণী মারীয়াবাদ ধর্মপল্লী। খ্রিস্টধর্ম পরিচালনা কর্তৃপক্ষকে বলা হয় খিস্টমন্ডলী বা সংক্ষিপ্তাকারে শুধু মন্ডলী। মন্ডলী কর্তৃপক্ষের মূল পরিচালনা কেন্দ্র ভাটিকান বা রোম। স্থানীয়ভাবে খিস্টধর্ম বিশ্বাসী জনসাধারনকে পরিচালনা ও আধ্যাত্মিক পরিচর্যা করা/সেবা দানের উদ্দেশ্যে গঠিত/পরিচালিত একটি সাংগঠনিক কর্মএলাকাকে ধর্মপল্লী বলা হয়। ‘বোর্ণী ধর্মপল্লী’ ঈশ্বরপুত্র যিশুখিস্টের জাগতিক জননী মারীয়া বা মরিয়ম-এর পূণ্য নামের স্মৃতিতে উৎসর্গিত।