জনসংখ্যার দিক দিয়ে নাটোর জেলার ৩য় বৃহত্তম উপজেলা । বড়াইগ্রাম থানা হিসেবে ২৯.৫.১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৪.৯.১৯৮৩ তারিখে থানায় রুপলাভ করে। বড়াইগ্রাম উপজেলার নামকরণ সম্বন্ধে নির্দিষ্ট কিছু জানা যায় না। এ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বড়াল নদীর দুটি শাখা। উপজেলার অধিকাংশ গ্রামই বড়াল নদীর দুই ধারে অবস্থিত সে কারণে একে বড়ালগ্রাম বলা হ’ত। কালক্রমে বড়াল নদী থেকেই বড়াইগ্রামে উৎপত্তি হয়েছে। এককালের খালে ভরা জঙ্গলবৃত্ত স্থানটুকুই বর্তমানে বড়াইগ্রাম নামে পরিচিত।
এ উপজেলার অবস্থান যথাক্রমে ২৪°১ এবং ২৪°২১ উত্তর অক্ষাংশ এবং যথাক্রমে ৮৮°০১ এবং ৮৯°১৭ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এ উপজেলার উত্তরে গুরুদাসপুর এবং নাটোর সদরউপজেলা। পূর্বে পাবনা জেলার চাটমোহর উপজেলা, দক্ষিণে নাটোর জেলার লালপুর এবং পাবনা জেলার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলা ও পশ্চিমে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS