Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
লুর্দের কুমারী মারিয়া গীর্জা
Details

গীর্জাটি নাটোর জেলা শহর হতে ১২ মাইল পূর্বে বড়াইগ্রাম উপজেলা পরিষদের সন্নিকটে বনপাড়া নামক স্থানে অবস্থিত । ১৯৪০ সালে ইতালিয়ান মিশনারিজগন ধর্ম প্রচারের উদ্দেশ্যে বনপাড়ায় আসেন এবং গীর্জার আসে পাশের এলাকাকে নিয়ে ধর্ম পল্লী ঘোষনা করেন। ১৯৫২-১৯৫৪ খ্রী: পর্যন্ত বনপাড়া ধর্ম পল্লীর দায়িত্বে ছিলেন ফা: থোমাস কাত্তানো। তিনি এখানকার সব মানুষকে ভালবাসতেন এবং সেবাযত্ন চিকিৎসা করতেন ।তিনি ১৯৫২ ডিসপেনসারী চালু করেন এবং অনেক মানুষকে সুস্থ করেন কিন্ত তিনি নিজে অসুস্থ হয়ে মারা যান। তারপরে ফা: কার্নেভালে এখানে আসেন এবং এখানকার যুব সমাজকে নিয়ে কাজ শুরু করেন।

১৯৫৮ সালে লুর্দের অমলোদ্ববা কুমারী মারিয়া নামে নতুন গীর্জা নির্মিত হয় এবং প্রভু বিশপ অবের্ত তা আশির্বাদ করেন। যদি ও এই গীর্জা নির্মাণের জন্য ফা: কানেভালের অনেক প্রচেষ্টা ও অনুদান রয়েছে তথাপি তিনি আশীর্বাদ অনুষ্ঠান পর্যন্ত থাকতে পারলেন না। তিনি সুদীর্ঘ ৩৫ বছর মিশনারী কাজ করার পর এর কয়েক মাস পূর্বে বিশ্রামের জন্যেই ইতালীতে চলে যান । এরপর ফা: ভেরুপেল্লি নিজের মনের মত করে গীর্জাটি নির্মাণ করেন যা উত্তরবঙের অন্যান্য গীর্জা থেকে সুন্দরঔ আকর্ষনীয় ।

সর্বশেষ গীর্জাটি নতুন ভাবে আধুনিক স্থাপত্য কৌশল ব্যবহার করে নিমির্ত হয় ২০১২ সালে। যা খুবই দৃষ্টি নন্দন ও আকর্ষনীয় ।এই গীর্জাটি দেখতে দেশী বিদেশী অনেক পযার্টক আসেন।